LifeSpring এর লক্ষ্য দেশের মানুষের জন্য সকল প্রকার স্বাস্থ্যসেবাকে এক ছাদের নীচে নিয়ে আসা। তাই প্রথমে শুধুমাত্র মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ শুরু করলেও ধীরে ধীরে আমরা আমাদের কার্যপরিধিকে আরও বর্ধিত করেছি।
LifeSpring এ বর্তমানে যে যে বিভাগগুলো কাজ করছে সেগুলো হলোঃ Psychiatry, Rheumatology, Internal Medicine, Dermatology and Venerology, Gynaecology, Pediatrics, Endocrinology এবং Sexual Medicine.
শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার মাধ্যমেই বদলে যেতে পারে একেকটি জীবন, তৈরি হতে পারে একেকটি নতুন সম্ভাবনা, একেকটি নতুন গল্প। এমনই হাজারও গল্প সৃষ্টির লক্ষ্যেই LifeSpring এর পথচলা ।
LifeSpring - Redefining Healthcare!