সময় ফুরিয়ে যাচ্ছে.. একবার চোখ বন্ধ করে ভাবুন, আর কতদিন বাঁচবেন?
কয়েকটা ঘণ্টা? কিছুদিন? হয়তো কয়েকটা বছর। তারপর? সব থেমে যাবে!
তবু আমরা রাগ পুষে রাখি, ঘৃণা জমিয়ে রাখি, আফসোসে ডুবে থাকি!
ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ি, অথচ যেটুকু "বর্তমান" আমাদের হাতে আছে, সেটাকেই ভুলে যাই!
আমরা যাদের ভালোবাসি, তাদের বলতে ভুলে যাই, "তোমাকে ভালোবাসি", "তোমাকে ধন্যবাদ", "তোমার জন্য আমি গর্বিত"।
আমরা নিজেদের মনকে জিজ্ঞেস করিনি বহুদিন, "তুমি আসলে কেমন আছো?"
সময় কখনো অপেক্ষা করে না।
প্রিয় মুখগুলো ধীরে ধীরে চিরদিনের জন্য জীবন থেকে হারিয়ে যাবে।
আমার-আপনার ভালো কাজ, সুস্থ সম্পর্ক, কৃতজ্ঞতার প্রতিচ্ছবি থেকে যাবে।
আপনি ব্যস্ত থাকলেও সময় চলে যায়… আপনি দুঃখে থাকলেও সময় চলে যায়।
আর আপনি যদি সচেতন না থাকেন, তাহলে পুরো জীবনটাই স্রোতের মতো পার হয়ে যাবে, আপনার অজান্তেই।
নিজের যত্ন নিন, সময়কে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, আশেপাশের মানুষদের প্রতি, নিজ দায়িত্বের প্রতি আরেকটু বেশী মনোযোগ দিন। যতটা সম্ভব, ভাল থাকার চেষ্টা করুন।