অতিরিক্ত চিন্তা এবং আগ্রহ কী OCD এর ইঙ্গিত হতে পারে?
আমরা যখন কোনো বিষয়ে গভীর আগ্রহ দেখাই, সেটা স্বাভাবিক হতে পারে। কিন্তু যদি সেই আগ্রহ বাধ্যতামূলক আচরণে রূপ নেয়, যদি একই চিন্তা বারবার মাথায় আসে এবং তা আমাদের দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টি করে—তাহলে এটি অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (OCD)-এর লক্ষণ হতে পারে।
উদাহরণস্বরূপ, কেউ যদি বারবার হাত ধোয়ার প্রয়োজন অনুভব করে, কোনো কিছু নিখুঁত না হলে অস্বস্তি বোধ করে, বা একই চিন্তা থেকে মুক্তি পেতে বারবার একই কাজ করে—তবে এটি মানসিক স্বাস্থ্যের জন্য সতর্ক সংকেত হতে পারে।
মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা কোনো লজ্জার বিষয় নয়। OCD সহ অন্যান্য মানসিক সমস্যার জন্য সঠিক পরামর্শ ও থেরাপি নিতে দেরি করা উচিত নয়। সচেতন থাকুন, প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নিন, আর নিজের ও প্রিয়জনের মানসিক সুস্থতা নিশ্চিত করুন।