কখনও কি মনে হয়েছে, সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ এক মুহূর্তেই সব ভেঙে গেল?
যে মানুষটা ছিল ভরসা, সে নেই; যে স্বপ্নটা ছিল সামনে, তা হারিয়ে গেল। খুব ইচ্ছা থাকা সত্ত্বেও পছন্দের কিছু হাতছাড়া হয়ে গেলো!
মন ভরে উঠে ভারে, আর প্রশ্ন জাগে - “এখন কীভাবে এগোবো?”
আমাদের জীবনে কষ্ট, ব্যর্থতা আর হারানোর মুহূর্তগুলো কখনও কখনও এতটাই ভারী হয়ে ওঠে যে মনে হয় আর এগোনো সম্ভব নয়।
কিন্তু এই কষ্টই হতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি ও শেখার সুযোগ।
Transforming Pain into Strength: নিজের যন্ত্রণা, কষ্ট আর অভিজ্ঞতাকে এমনভাবে কাজে লাগানো যাতে তা আমাদের ভেঙে না ফেলে, বরং আরও দৃঢ় করে তোলে।
এই সপ্তাহের ফ্রি ওয়ার্কশপে মনোরোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টরা তাদের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে কিছু কার্যকর ও সহজ টেকনিক শেয়ার করবেন, যা মানসিক চাপ ও কষ্টকে নিয়ন্ত্রণে এনে জীবনে নতুন ভারসাম্য ও ইতিবাচকতা আনতে সাহায্য করবে।
চলে আসুন স্বপরিবারে অথবা শেয়ার করে জানিয়ে দিন বন্ধুকে।
✅ সম্পূর্ণ ফ্রি।
📅 তারিখ: ১১ অক্টোবর, শনিবার
📍 স্থান: লাইফস্প্রিং, ঢাকা ও চট্টগ্রামের সকল ব্রাঞ্চে
- ফ্রি রেজিস্ট্রেশন https://forms.gle/x3YY4DBxTpXcmkTF6