ফেইসবুকে হাসি, বিছানায় কান্না..
দিনে তাকে দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে প্রাণবন্ত মানুষ। ফেইসবুকে রঙিন ছবি, বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা, প্রাণখোলা কমেন্ট, সবকিছুতেই উচ্ছ্বাস। সবাই ভাবে, “ওর জীবনটা কত সুন্দর!”
কিন্তু রাত নামলেই বদলে যায় দৃশ্যপট।
আলো নিভিয়ে একা বিছানায় শুয়ে থাকে সে। বালিশে মুখ চাপা দিয়ে চুপচাপ কেঁদে নেয়, কেউ শুনতে পায় না। দিনের সেই ঝলমলে হাসির আড়ালে লুকিয়ে থাকে অগণিত কষ্ট, একাকিত্ব আর অপূর্ণতা।
Double Life Syndrome- বাইরে সব ঠিকঠাক দেখালেও ভেতরে ভেতরে মানুষ ডুবে যায় অদৃশ্য Hidden Depression-এ।
কেন তারা এভাবে হাসির মুখোশ পরে থাকে?
কারণ সমাজে দুঃখ দেখানোকে দুর্বলতা মনে করা হয়।
কারণ তারা ভয় পায়, “আমার কষ্ট জানলে সবাই কি আমাকে দূরে সরিয়ে দেবে?"
তাই হাসি দিয়ে লুকিয়ে রাখে মনের জমানো কষ্ট, ফেইসবুকের ঝলমলে ছবির আড়ালে চাপা দেয় নিজের বেদনা।
সবচেয়ে হাসিখুশি মানুষটাই হয়তো দিন শেষে ভেতরে ভেতরে সবচেয়ে একা, সবচেয়ে ভাঙা।
শুধু ফেইসবুকের রঙিন ছবিতে হারিয়ে না গিয়ে, প্রিয়জনের খোঁজ নিন।
হয়তো আপনার একটুখানি আন্তরিক প্রশ্ন, “তুমি কেমন আছো?” কাউকে গভীর অন্ধকার থেকে টেনে আনতে পারে।