Social Phobia আক্রান্ত ব্যক্তিরা সামাজিক যেকোনো কাজ বা একত্রে টীম ওয়ার্ক করতে ভয় পান, এবং নিজেকে গুটিয়ে নেন।
এর প্রভাবে তারা শিক্ষাজীবনে, কর্মজীবনে কিংবা পারিবারিক জীবনেও অনেকসময় পিছিয়ে যান।
কিন্তু এই ভয় কাটিয়ে উঠা সম্ভব যদি সঠিক গাইডলাইন আমরা নিশ্চিত করতে পারি।