বাইপোলার ডিসঅর্ডার একটি মানসিক স্বাস্থ্য সমস্যা, যা একজন মানুষের মুড, শক্তি এবং দৈনন্দিন কার্যক্ষমতার ওপর গভীর প্রভাব ফেলে। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা কখনো চরম উদ্দীপনা ও উচ্ছ্বাস (ম্যানিয়া) অনুভব করেন, আবার কখনো গভীর বিষণ্নতা ও হতাশায় ডুবে যান।
অনেকেই এই সমস্যাকে সাধারণ মুড সুইং হিসেবে ভুল বুঝে থাকেন, ফলে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা হয় না। অথচ, সঠিক থেরাপি, ওষুধ ও পরিবার-সমাজের সহযোগিতা পেলে একজন বাইপোলার রোগীও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
আমাদের উচিত মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া, কাউকে 'পাগল' বলে অপমান না করা এবং বাইপোলার ডিসঅর্ডার সম্পর্কে সচেতনতা বাড়ানো। আপনি, আমি—সবাই মিলে একসঙ্গে কাজ করলে, মানসিক স্বাস্থ্য নিয়ে ভ্রান্ত ধারণা দূর করা সম্ভব। যারা এই সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি সহানুভূতিশীল হোন, তাদের পাশে থাকুন।