লিজা প্রায় সময়েই তার সহপাঠীদের দেখলে বিরক্ত বোধ করে। মনে হয়, ওরা আসলে তার সাথে এক ক্লাসে বা এক জায়গায় অবস্থান করার যোগ্য না। এছাড়াও, সে সবসময় অন্যের কাছ থেকে Validation আশা করতে থাকে, কারণ তার ধারণা, সে অনেক বেশি প্রতিভা সম্পন্ন, সবসময় তার প্রশংসা করা উচিত। এমনকি তার পরিবারের মানুষদেরও তার ভালো লাগে না, সর্বক্ষণই তাদের সাথে কথা কাটাকাটি হতে থাকে।