সোশ্যাল স্কিল বাড়ান, জীবনে আরো সমৃদ্ধি আনুন -
আজকাল কি মানুষের সাথে মিশতে অস্বস্তি বোধ করেন?
আজকাল আমাদের সমাজে মোবাইল আর ইন্টারনেট এর প্রভাব চলছে, এর ফলে আমাদের ভিতরে অনেকেরই সোশ্যাল স্কিল কমে যাচ্ছে। আমাদের পড়াশোনা, কাজ, বা সম্পর্ক, সর্বত্র সোশ্যাল স্কিল অনেক বড় ভূমিকা রাখে।
জীবনে অনেক জাগায় আমাদের কাজের জন্য যেতে হয়, অনেক মানুষের সাথে কথা বলতে হয়,
এজন্য একজন মানুষের প্রপার সোশ্যাল স্কিল টা থাকা গুরুত্বপূর্ণ।
কী করবেন?
👉 মনোযোগ দিয়ে শুনুন: অন্য কেউ যখন কথা বলছে তার দিকে মনোযোগ দিন ভালো লিসেনার হয়ে উঠোন।
👉 সাহায্য করুন: ছোট ছোট কাজে সাহায্য করুন।
👉 কাউকে যদি বিরক্ত মনে হয় তাকে বুঝার চেষ্টা করুন।
👉 মেলামেশা বাড়ান: দাওয়াত বা গ্রুপ অ্যাকটিভিটিতে যোগ দিন।
চেষ্টা করুন নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন।