সবাই বলে, "তুই তো সবসময় হাসিস!"
কেউ দেখে না—সেই হাসির আড়ালে জমে থাকা ক্লান্তি, ভাঙাচোরা মন, আর নিঃশব্দ কষ্টগুলো।
জীবনের চাপ, দায়িত্ব, একাকীত্ব—সব কিছু পেছনে রেখে একটা "ভালো আছি" মুখে তুলে নেওয়াই কি সুস্থ থাকা?
মানসিক ক্লান্তি চোখে পড়ে না, কিন্তু সেটা শরীরকেও দুর্বল করে দেয়। হয়তো সে বন্ধুটা প্রতিদিন মজার মিম পাঠায়, অথচ রাতে ঘুম আসে না তার।
হয়তো যাকে তুমি হাসিখুশি দেখো, সে নিজের ভেতর প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে।
মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা দুর্বলতা নয়।
ভালো থাকার অভিনয়ের চেয়ে, সাহায্য চাওয়া অনেক বেশি সাহসের কাজ।
তাই কারো হাসির পেছনের গল্পটা জানার চেষ্টা করেন।
হয়তো সেইটুকুই তার জন্য অনেক বড় সহানুভূতি হয়ে উঠতে পারে।