World Mental Health Day তে আমরা বিশ্বাস করি -
“মন ভালো থাকা কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন"
আমরা সবসময় শরীরের যত্ন নিই, কিন্তু মন খারাপ থাকলে কাউকে বুঝতে দেই না কিংবা সহায়তা করার জন্য কাজ করিনা।
এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে মনে রাখুন -
সাহায্য চাইতে লজ্জা নয়, মন খারাপ মানে দুর্বলতা নয়।
কখনো কখনো ছোট ছোট কথা, কারো জীবনে আলো জ্বালাতে পারে।
চলুন, কথা বলি - শুনি - পাশে থাকি।
আপনার কিংবা আপনার প্রিয়জনদের মানসিক স্বাস্থ্যের যত্নে নির্দ্বিধায় ভরসা করতে পারেন আমাদের উপর।
আপনার হাসির যত্ন নিন 💚