Verified

LifeSpring Panthapath

  • Mental Health Service in Dhaka
  • Open now
  • 4.5
    (452)
LifeSpring Panthapath
LifeSpring Panthapath
1 month ago
যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, সেই সবচেয়ে বেশি আমাদের দিকে তাকিয়ে থাকে..

ঘরের কোণে চুপচাপ বসে থাকা ছোট্ট সদস্যটা, কিংবা ক্লাসরুমের পেছনের বেঞ্চে বসা নিরব বাচ্চাটা—আমরা কি কখনও ভাবি, ওর চোখে আমরা কীভাবে প্রতিফলিত হচ্ছি?

আমরা ওকে সময় দেই না, ওর বলা কথাগুলো অগ্রাহ্য করি, কিংবা ভুল করলেই রেগে যাই—এভাবেই ধীরে ধীরে আমরা ওর ভেতরকার আত্মবিশ্বাস, কল্পনা আর ভালোবাসার অনুভূতিগুলো নিভিয়ে ফেলি।

“ও তো কিছু বোঝে না”—এই একটি বাক্যতেই আমরা ওদের প্রতি আমাদের অবহেলার শিকড় গেড়ে দিই।

কিন্তু গবেষণা বলে, একজন শিশুর মানসিক বিকাশ, সৃজনশীলতা, সামাজিক দক্ষতা—সবই নির্ভর করে তার চারপাশের মানুষের ব্যবহার, অনুভব আর বোঝাপড়ার উপর।

আর আমরা যখন Child Development Unit-এ ওদের ছোট ছোট কথাগুলো শুনি, ওদের আঁকা ছবিগুলোর গল্প খুঁজি, তখন প্রতিবারই অভিভূত হই—ওরা কতটা গভীরভাবে চিন্তা করে! শুধু দরকার একটু সঠিক গাইডেন্স, বোঝাপড়া আর ভালোবাসা।

অথচ ভুলে যাই—এই শিশুটি হয়তো ঠিক আমাকেই অনুসরণ করছে। আমার মুখের কথা, চোখের ভাষা, আচরণ—সবই সে নিঃশব্দে শিখছে।

আজ না বুঝলে কাল দেরি হয়ে যাবে।

আজ না শুনলে কাল সে মুখ ফিরিয়ে নেবে।

আজ না বুকে জড়ালে কাল সে একা হয়ে যাবে।

তাই আসুন, অবহেলার বদলে ভালোবাসা দিই। উপেক্ষার বদলে সময় দিই।

আর যদি মনে হয়, আপনার সন্তান বা আশেপাশের কোন শিশুর মাঝে আচরণগত বা মানসিক কোন পরিবর্তন লক্ষ্য করছেন—চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিটের এক্সপার্টরা আছেন আপনার পাশে আছে।

- অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুন:

09638 505 505 অথবা WhatsApp: 01763 438 148 | প্রতিদিন সকাল ৮টা – রাত ১২টা
This site uses cookies from Google to deliver its services. By using this site, you agree to its use of cookies.