গত ১৪ই মার্চ Bangladesh Federation of Dental Science-BFDS এর আমন্ত্রনে পেশাগত ও ব্যক্তিগত জীবনে মানসিক প্রশান্তি বিষয়ক ওয়ার্কশপে ইন্সট্রাকটর হিসেবে উপস্থিত ছিলেন সাইকোলজিস্ট MASUDUR RAHMAN MANNAN।
ক্লিনিক্যাল অভিজ্ঞতার আলোকে বাস্তব জীবনের উদাহরণ ও সহজ কার্যকরী কিছু কৌশলের মাধ্যমে তিনি তুলে ধরেন কীভাবে পেশাগত চাপ সামলে ব্যক্তিগত জীবনে মানসিক প্রশান্তি বজায় রাখা যায়।
আপনার প্রতিষ্ঠানের সসস্যদের মানসিক স্বাস্থ্য বিষয়ক যেকোনো প্রশিক্ষণে আমাদের সাথে যোগাযোগ করতে ই-মেইলে জানাতে পারেনঃ contact@lifespringint.com