আমাদের সবার মাঝেই একটা ধারণা কম বেশি প্রচলিত আছে যে, কাউকে Sorry বললে আমরা তাদের সামনে ছোট হয়ে যাবো, বা আমাদের সম্মান চলে যাবে। কিন্তু বাস্তবে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমাদের ছোট্ট একটা Sorry আমাদের সম্পর্কের অনেক ধরনের বিবাদ দূর করে দিতে সক্ষম।
🎤 Speaker:
Zannatul Ferdous Zinia
MS in School Psychology (DU)
Child & Adolescent Psychologist, LifeSpring
👉 অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুনঃ
09638 505 505 অথবা 01763 438 148 | প্রতিদিন সকাল ৮টা – রাত ১২টা